মঙ্গলবার ০৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

Why gold price is suddenly rising in India, what are the main reason

বাণিজ্য | ভারতে গত দু'মাসে সাড়ে নয় হাজার টাকা বেড়েছে সোনার দাম, কেন আচমকা দাম বৃদ্ধি হলুদ ধাতুর

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ২২ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ৩৯Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: ভারত এবং আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের পাশাপাশি ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে অর্থনৈতিক অনিশ্চয়তা এবং বাণিজ্য যুদ্ধের আশঙ্কার মধ্যে শুক্রবার ভারতে টানা সপ্তম সপ্তাহ এবং আন্তর্জাতিক বাজারে টানা আট সপ্তাহ সোনার দাম বৃদ্ধি পেয়েছে। ভারতে মাল্টি কমডিটি এক্সচেঞ্জে (এমসিএক্স)-এ সাত সপ্তাহে প্রতি ১০ গ্রামে সোনার দাম ৯,৫০৬ টাকা বেড়ে ৮৬ হাজার ২০ টাকায় পৌঁছেছে। সাত সপ্তাহ আগে যার দাম ছিল ৭৬ হাজার ৫৪৪ টাকা ছিল।

গত সপ্তাহে ভারতের বাজারে সোনার দাম বৃদ্ধি পেয়েছে প্রায় ১.৫৭ শতাংশ। ঠিক কী কী কারণে দেশের বাজারে ক্রমশ বেড়েই চলেছে হলুদ ধাতুর দাম? প্রথমত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ফলে সম্ভাব্য বাণিজ্য যুদ্ধ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে, যার ফলে সোনার দাম বেড়েছে। দ্বিতীয়ত, ডলারের তুলনায় টাকার দামের পতনে সোনার দাম ক্রমে বৃদ্ধি পেয়েছে। তৃতীয়ত, সোনায় বিনিয়োগ তুলনামূলক সুরক্ষিত। সেজন্য বিভিন্ন ফান্ড এবং ব্যাঙ্কগুলি সোনায় বিনিয়োগ করছে। তাই চাহিদা বৃদ্ধি পেয়েছে।

যদিও শনিবার এমসিএক্স বন্ধ থাকে, তবুও সারা দেশে সোনার দোকান খোলা থাকে। ২২শে ফেব্রুয়ারি মুম্বইয়ে ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামে দাম প্রায় ৮০ হাজার ২৪০ টাকা। ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৮৭ হাজার ৭৪০ টাকা। এক কেজি রুপোর দাম এক লক্ষ টাকারও বেশি। আন্তর্জাতিক বাজারের দর, আমদানি শুল্ক, কর এবং বিনিময় হারের ওঠানামার কারণে মূলত ভারতে সোনার দামে পরিবর্তন হয়। এর ফলে সারা দেশে দৈনিক সোনার দাম নির্ধারিত হয়। 


GoldGoldPriceMCXGoldPriceinIndia

নানান খবর

সোশ্যাল মিডিয়া